খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

চিতলমারীর প্রাণকৃষ্ণ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি’র সদস্য

চিতলমারী প্রতিনিধি

কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাগেরহাট জেলা কৃষক লীগের সদস্য ও চিতলমারী উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক প্রাণকৃষ্ণ দত্ত ভগো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সহযোগি সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের প্রায় ১১ মাস পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১১১ সদস্য বিশিষ্ট কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। গত সোমবার (১৯ অক্টোবর) সংগঠনের পূর্ণাঙ্গ এ কমিটি প্রকাশ করে। কমিটির ৭৮ নম্বর তালিকায় প্রাণকৃষ্ণ দত্ত ভগো কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন।

প্রসঙ্গত, প্রাণকৃষ্ণ দত্ত ভগো ইতোপূর্বে চিতলমারী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, আওয়ামী যুবলীগের সাংগঠনিক ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!