খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩
‘সাসটেইনেবল কোস্টল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প’

চিতলমারীতে ২২৬ একর জলাশয়ে মাছ চাষ করছে ৪০০ নারী-পুরুষ

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে ‘সাসটেইনেবল কোস্টল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্প’ ব্যাপক কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় এ উপজেলার ৭ টি ইউনিয়নে ২২৬ একর জমিতে সরকারের সহযোগিতায় স্মার্ট পদ্ধতিতে মাছ চাষ শুরু হয়েছে। মৎস্য অধিদপ্তরের পরিচালনায় এখানে ৭৮ জন নারী ও ৩২২ জন পুরুষ মৎস্য চাষি নিরলস ভাবে কাজ করছেন। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ সাংবাদিকদের এ সব তথ্য জানান।

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ।’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে মৎস্য কর্মকর্তার দপ্তরে এ সম্মেলন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, সাংবাদিক মুন্সি দেলোয়ার হোসেন, সেলিম সুলতান সাগর, মো. সাফায়েত হোসেন, কপিল ঘোষ ও মো. মেরাজুল ইসলাম খান প্রমূখ।

চিতলমারী উপজেলায় ১৬ হাজার মৎস্য ঘের ও ৬ হাজার ৯৫৮ টি পুকুর রয়েছে। এর মধ্যে ২ হাজার ৫০০ ঘেরে বাগদা এবং ১৩ হাজার ৫০০ ঘেরে গলদা চিংড়ির চাষ হয়। মাছ চাষিরা উভয় ঘের ও পুকুরে চিংড়ি মাছের সাথে সাদা মাছের চাষ করেন। এখানের চাষিরা বছরে ৫ হাজার মেট্রিকটন গলদা চিংড়ি, ৩ হাজার মেট্রিকটন সাদা মাছ ও ৪০০ মেট্রিকটন বাগদা চিংড়ি উৎপাদন করে থাকেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!