বাগেরহাটের চিতলমারীতে সৈকত মন্ডল (১৪) নামে এক স্কুলছাত্র ‘আত্মহত্যা’ করেছে। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে তার সৎকার করা হয়। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে পরিবারের লোকজন ঘরের আড়ার সাথে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক প্রীতিলতা মন্ডল (সহকারি সার্জন) তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত সৈকত মন্ডল উপজেলার বোয়ালিয়া গ্রামের কেশব মন্ডলের ছেলে ও আড়–য়াবর্ণী চরপাড়া শেখ রাসেল স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয়ে ছাত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
হিজলা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য ও মৃত সৈকত মন্ডলের প্রতিবেশী দেবাশিষ রায় বলেন, ‘ছেলেটি দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভূগছিল। রাতে সে শয়নকক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। পরে আমরা কুড়ার দিয়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। মৃত সৈকত মন্ডল আড়–য়াবর্ণী চরপাড়া শেখ রাসেল স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয়ে পড়াশুনা করত।’
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান জানান, সৈকত মন্ডলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং অনুরোধে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
খুলনা গেজেট/ বি এম এস