বাগেরহাটের চিতলমারীতে সবুজ শেখ (২৮) নামে এক সবজি ব্যবসায়ীর গুদাম ঘর পুড়ে ছাই হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪ টায় উপজেলার চৌদ্দহাজারী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সবুজ শেখ ওই গ্রামের সরোয়ার শেখের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্য ও এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ রানা, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুল অদুদ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও এলাবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুণে পুড়ে ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। সবজি গুদামটি পুড়ে অনেক ক্ষতি হয়েছে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা আমরা তা তদন্ত করে দেখব।’
খুলনা গেজেট/এনএম