খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

চিতলমারীতে রাস্তার বেহাল দশা, বিপাকে পথচারী

এস এস সাগর, চিতলমারী

বাগেরহাটের চিতলমারী-শৈলদাহ পাকা রাস্তার অনেক স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এতে চরম বিপাকে পড়েছেন পথচারীরা। তাঁরা দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকর্মী টিটু বিশ্বাস জানান, উপজেলা সদর বাজার থেকে শৈলদাহ, পিরোজপুর, নাজিরপুরসহ আশপাশের এলাকায় যাতায়েতের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি বর্ষায় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এতে লোকজনকে যাতায়েতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন অনেক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ অবস্থায় সড়কটি দ্রুত মেরামত করা না হলে চলাচলে অনুপযোগী হয়ে পড়বে। প্রতিদিন এ সড়ক দিয়ে কয়েক হাজার লোকের যাতায়াত রয়েছে। পাশাপাশি এলাকার সবজি চাষিরা তাদের উৎপাদিত সবজি ও কৃষিপণ্য নিয়ে এখান থেকে বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। এ পরিস্থিতিতে সড়ক দিয়ে মালামাল আনা-নেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। দ্রুত এটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে বোয়ালিয়া গ্রামের বাসিন্দা জগদিশ চন্দ্র বালা, কিশোর বালা, কৌশিক বিশ্বাসসহ অনেকে জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে তারা ঝুঁকি নিয়ে চিতলমারী সদর বাজারে যাতায়াত করেন। সড়কের অনেক স্থানে বড় গর্ত তৈরি হওয়ায় কৃষি পণ্যসহ যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে চাষিরা সব থেকে সমস্যায় পড়েছেন। ব্যবসায়ীরা গাড়ি নিয়ে ওই সড়কে ঢুকতে না পারায় সবজির ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা।

উপজেলা প্রকৌশলী মো. জাকারিয়া ইসলাম জানান, সড়কটি ফাইলিংয়ের মাধ্যমে মেরামতের পরিকল্পনা চলছে। দ্রুত কাজ শুরু করা হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!