খুলনা, বাংলাদেশ | ২৩ পৌষ, ১৪৩১ | ৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে
  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

চিতলমারীতে রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ উদ্বোধন

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে রাইচ ট্রান্সপ্লান্টারের (ধান রোপন যন্ত্র) মাধ্যমে ধান রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) সকাল ১১ উপজেলার রাজনগর এলাকায় এ ধান রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বাগেরহাট খামারবাড়ির উপ-পরিচালক শঙ্কর কুমার মজুমদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল ও সিমিট বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।

অনুষ্ঠানের সঞ্চালক চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ জানান, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষকদের মাঝে বোরো ধানের সমলয় চাষাবাদের প্রদর্শনী স্থাপনের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ বছর সর্বমোট ৫০ একর জমিতে এ কার্যক্রমের আওতায় চাষাবাদ করা হবে। এতে সংযুক্ত থাকবেন ৭৯ জন কৃষক।

অনুষ্ঠানে উপজেলার সরকারি সকল দপ্তরের প্রধানগণ ও অত্র এলাকার কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!