খুলনা, বাংলাদেশ | ১৯ পৌষ, ১৪৩১ | ৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল ৩১ জানুয়ারি পর্যন্ত
  ১৩ জেলায় শৈত্যপ্রবাহ; সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলার বাখেরগঞ্জ বাজার, পাটরপাড়া ও দানোখালী এলাকায় সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ২৫ ধারায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ টি মামলায় ২ হাজার ৬শ’ টাকা অর্থদন্ডাদেশ দেওয়া হয়। এছাড়া চিতলমারী সদর বাজার থেকে বাখেরগঞ্জ বাজার পর্যন্ত মরা চিত্রা নদীতে অবৈধ ভাবে ভেজাল ও পাটা দিয়ে পানি প্রবাহ বন্ধ করায় ২০টি ভেষাল জাল ও পাটা উচ্ছেদ করেন। এ সময় পাটরপাড়া এলাকায় জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়।

চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা সাংবাদিকদের জানান, চিতলমারীতে সংক্রামক রোগ প্রতিরোধ আইন বাস্তবায়ন, নদী ও খালে অবৈধ নেট-পাটা উচ্ছেদ, মাদক ও জুয়া প্রতিরোধ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিকভাবে নদীর পানি প্রবাহ ঠিক রাখার জন্য নেট-পাটা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ নেট-পাটা দেন তবে তাকে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!