বাগেরহাটের চিতলমারীতে বেশী দামে সার বিক্রি করায় মেসার্স শেখ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১২ টার দিকে হিজলা ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা এ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শংকর মজুমদার ও নিমাই মহন্ত ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: সিফাত-আল-মারুফ জানান, সরকারি নির্দেশ অমান্য করে বেশী দামে রাসয়নিক সার বিক্রি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদা ফয়জুন্নেছা মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কৃষি বিপনন আইন-২০১৮ সালের ১৯ এর গ ধারা মোতাবেক হিজলা ইউনিয়নের সারের ডিলার মেসার্স শেখ ট্রেডার্সের কর্মচারী সুশান্ত রায়ের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড