বাগেরহাটের চিতলমারী উপজেলার বাখরগঞ্জ বাজারে বৈদ্যুতিকতারের কারনে ২৬ টি দোকান ঝুঁকিতে রয়েছে। সামান্য বাতাসে বিদ্যুতের তাঁর এসে পড়ে দোকানের চালের উপর। এ যেন মৃত্যুর সাথে বসবাস। বিদ্যুৎ অফিসে ধরনা দিয়েও কোন প্রতিকার পাচ্ছেনা তারা। রবিবার (৩০ মে) দুপুরে এমনটাই জানালেন ভুক্তভোগী শেখ আবুল খায়ের।
তিনি আরও জানান, তার দোকানসহ সেখানকার ২৬টি দোকানের উপর থেকে বিদ্যুতের লাইন টানা হয়েছে। সামান্য বাতাস হলে বিদ্যুতের তাঁর ভবনের ছাদে এসে পড়ে। এতে প্রায়ই বিদ্যুতের তারে আগুন জ্বলে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন দিয়ে দীর্ঘ পাঁচ বছর ঘুরেও কোন প্রতিকার পাননি।
এ ব্যাপারে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি চিতলমারী জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম) কাউছার আহম্মেদ বলেন, ওই ব্যাক্তিরা ৫ বছর আগে তার সরানোর আবেদন দিয়ে আর কোন খোঁজ-খবর নেয়নি। গত ১৬ মে নতুন আবেদন করলে আমরা তার ও খুঁটি সারানোর জন্য নঁকশা করিয়েছি।
এ বিষয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি চিতলমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শেখ আব্দুর রহমান বলেন, বিষটি আমরা গুরুত্বে সাথে নিয়েছি। খুব দ্রুত ওই দোকান গুলোর উপর থেকে তার সরানো হবে। বিষয়টি প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/ এস আই