বাগেরহাটের চিতলমারী উপজেলায় করোনা রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। একদিনেই চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এ্যান্টিজেন্ট টেস্ট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের টেস্টে ১৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের ১৯ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান জানান, বৃহস্পতিবার (৮ জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের টেস্টে ৯ জনের এবং চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র্যাপিড এ্যান্টিজেন্ট টেস্টে ১০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমান আক্রান্তদের জ্বরসহ বিভিন্ন উপসর্গ রয়েছে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী জানান, আক্রান্তদের ১৯ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ উপজেলায় মোট ৬৮৪ জনের টেস্ট করা হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত ১৩০ জন। এদেরমধ্যে একজন মারা গেছেন।
খুলনা গেজেট/এমএইচবি