সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে ১৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব হয়েছে। তবে এ বছর করেনায় স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থী নয়, বই তুলে দেয়া হয় অভিভাবকদের হাতে। মোট ১২ দিনে তুলে দেয়া হবে এই নতুন বই। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় ৪৯ নং সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস।
বিদ্যালয়ের সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এস সাগর, কপিল ঘোষ ও নাট্য ব্যাক্তিত্ব মাখন লাল মন্ডল।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষিক কল্যানী রানী বাড়ৈ, সহকারি শিক্ষক কাবেরী দেবনাথ, আরিফা সুলতানা, লিলি মজুমদার ও জাকিয়া খানম। বই বিবরণ অনুষ্ঠানে শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে করেনার স্বাস্থ্য বিধি মেনে বই উৎসব পালন করেছি। উপজেলার ১৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ উৎসবে বই বিতরণ করা হয়েছে।
খুলনা গেজেট/কেএম