বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডের একটি কাউন্টারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যুবলীগ নেতা বদরুলের বোন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বদরুল উপজেলার মচন্দপুর গ্রামের রত্তন আলী শেখের ছোট ছেলে ও কলাতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় পরস্পরবিরোধীবক্তব্য পাওয়া গেছে।
আহত বদরুলের মা কামিনা বেগম সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে বদরুলের বাস কাউণ্টার ব্যবসায়ের আয়ে ৫ সদস্যের সংসার চলে। এলাকার কয়েকজন যুবকের মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে নির্মম ভাবে মারপিট করে আহত করেছে। কাউণ্টার ভাংচুর করে হমালাকারীরা নগদ টাকা, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় আমার ছোট মেয়ে সাম্মী আক্তার বুধবার বিকেলে বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছে।
মারপিট ও হামলার অভিযোগ অস্বীকার করে নূর আলম শেখ বলেন, ‘মাদক ব্যবসা নয়। ইজি বাইকে যাত্রী উঠানোকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সাথে বদরুলের ঝগড়া-ঝাটি ও হাতাহাতি হয়েছে।
চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান সাংবাদিকদের জানান, এ ঘটনায় তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এসজেড