বাগেরহাটের চিতলমারীতে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান ও আওয়ামী লীগ দলীয় অফিস গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও শোকের প্রতিক কালো পতাকা উত্তোলন করা হয়।
স্বাস্থ্য বিধি মেনে সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক, উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযুষ কান্তি রায়।
এসময় তারা কিছুক্ষণ নিরবে দাড়িয়ে থাকেন। এরপর সহযোগী সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে পলাশ ফুলের চারা রোপন করে আ’লীগের বৃক্ষরোপ কর্মসূচির উদ্বোধন করে। উপজেলার মসজিদ গুলোতে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রর্থনা করা হয়।
খুলনা গেজেট/ এমবিএইচ