খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসা ফেরত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির ঘটনা ঘটেছে। পরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় পুলিশ দু’জনকে থানা হেফাজতে নিয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হাসপাতাল অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে দিঘলিয়া উপজেলার মাসুমের ৯ মাস বয়সি শিশুকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তিন দিন ধরে ওই শিশুটিকে হাসপাতালে রেখে চিকিৎসা প্রদান করা হয়। শনিবার চিকিৎসকরা তাকে সুস্থ্য মনে করে দুপুরে ছাড়পত্র প্রদান করে। দুপুরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে দিঘলিয়ায় ফিরে যান। বিকেল ৫ টার দিকে ওই শিশুটি মারা গেলে পরিবারের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পূণরায় হাসপাতালে ফিরে এসে ইন্টার্নী চিকিৎসক, ওয়ার্ড বয়দের সাথে খারাপ আচারণ করে। একপর্যায়ে তারা ওয়ার্ডবয় হৃদয়কে মারধর করলে উত্তোজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালের স্টাফরা মৃত শিশুর পরিবারের লোকজনদের মারধর ও পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের ২ জনকে থানা হেফাজতে নেয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রবিউল হাসান হাসপাতালের উত্তেজনার বিষয়টি শুনেছেন বলে খুলনা গেজেটকে জানান। তিনি বলেন,রবিবার সকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে যে দোষী হবেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/কেডি/ এস জেড