চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাদের মধ্যে দু’জন আমেরিকান এবং একজন ব্রিটিশ নাগরিক। আমেরিকান দুই বিজ্ঞানী হলেন হার্ভে জে অলটার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হপটন।
বাংলাদেশ সময় সোমবার বিকেলে সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০২০ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এমবিএইচ