দেশের চারটি ভেন্যুতে অনুশীলন শুরু করেছেন দশজন ক্রিকেটার। অন্য অনেক ক্রিকেটার অনুশীলন শুরু করলেও এখনো দেখা যায়নি তামিম ইকবালকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তামিমকে আগের মতো দেখা যায় না। এবার জানা গেল এর কারণ। অসুস্থ থাকায় আপাতত অনুশীলনের চিন্তা বাদ দিয়েছেন তিনি। আপাতত লন্ডনে যাওয়ার চিন্তাভাবনা করছেন এই ব্যাটসম্যান।
বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন তামিম ইকবাল। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর আগে ঢাকায় বেশ কয়েকটি প্যাথলজিক্যাল টেস্ট করিয়েছেন দেশসেরা ওপেনার। তবে ডাক্তাররা তার এই ব্যথার কোনো কারণ বা উপসর্গ খুঁজে পাচ্ছেন না। এই কারণেই চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
দেশের এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন, ‘গত এক মাসে তিনবার আমার এমন ব্যথা হয়েছে। ব্যথাটা এমন যে সোজা হয়ে দাঁড়াতে পারি না। আবার বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা করে।’
তামিম আরো বলেন, ‘ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটিও সম্ভব না। এছাড়া আরো কিছু পরীক্ষা করাতে হবে। আবার হাসপাতালে গিয়ে এন্ডোসকপি, কোলনস্কোপি করাতে হবে।’
ইংল্যান্ডে যাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘লন্ডনের ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে। তবে সেখানে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনের ঝামেলা আছে। তবুও ভাবছি প্রথম সুযোগেই লন্ডন চলে যাব।’
তবে তামিম কবে লন্ডন যাবেন এ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি।
খুলনা গেজেট/এএমআর