খুলনায় চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় জব্দ করা ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) র্যাব-৬ খুলনা কার্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৬, খুলনার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুলনার নতুন বাজার এলাকার ‘মেসার্স এসএস ফিস ট্রেডার্স ডিপোর বাইরে থেকে দরজায় তালা দিয়ে ডিপোর ভিতরে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করা হচ্ছে। সংবাদ পেয়ে র্যাব-৬ এর একটি আভিযানিক দল রোববার দুপুর সোয়া ২ টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এসময় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মাসুম বিল্লাহ সহযোগীতায় মোবাইল কোট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করার দায়ে ভ্রাম্যমান আদালত আসাদুল (৩০), চাঁন মিয়া (৩২), সিরাজুল (২৬), মনির (৩৩) ও রুবেলকে (২২) ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। আর রিপন শেখকে (২৫) সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় অপদ্রব্য পুশ করা জেলি ও আনুমানিক ৩০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। জব্দ করা জেলি ও ৩০০ কেজি চিংড়ি সহকারী কমিশনার ও এক্সীকিউটিভ ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
খুলনা গেজেট/এমএম