খুলনা, বাংলাদেশ | ২১ ফাল্গুন, ১৪৩১ | ৬ মার্চ, ২০২৫

Breaking News

  গুলশান থানার মামলায় সাবেক বিচারপতি মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর
  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত
  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

চা-বিরতিতে অস্বস্তিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে মিরপুর শের-ই-বাংলায়। সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- দ্বিতীয় ইনিংস: ২১.৩ ওভারে ৭৮/৩ (টার্গেট ২৩১)

ওয়েস্ট ইন্ডিজ- দ্বিতীয় ইনিংস: ৫২.৫ ওভারে ১১৭/১০, লিড ২৩০

বাংলাদেশ- প্রথম ইনিংস: ৯৬.৫ ওভারে ২৯৬/১০ (তাইজুল ১৩*)

ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ইনিংস: ১৪২.২ ওভারে ৪০৯/১০ (কর্নওয়াল ৪*)

এদিকে চা-বিরতিতে যাওয়ার আগে শেষ ওভার। এরপর ২০ মিনিটের বিরতি। অথচ নাজমুল হোসেন শান্ত পথ ভুললেন এ সময়ে। রাকিম কর্নওয়ালের বলে শর্ট লেগে ক্যাচ দিলেন শেষ ওভারে! একেবারেই বাজে শট। মনেই হচ্ছিল শটটা নিজের ইচ্ছের বাইরে গিয়ে খেলেছেন। ৩১ বলে ১১ রান করে ফেরেন এ বাঁহাতি। তার আউটের সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৮। জিততে হলে আরও ১৫৩ রান করতে হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!