চলমান আন্দোলনে খুলনার কারাবন্দী নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। গত বুধ ও বৃহস্পতিবার নগরীর খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কারাবন্দি ৬৮ নেতাকর্মীর বাড়িতে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু, রসুনসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে এবং পর্যায়ক্রমে খুলনা মহানগরীর সকল থানার গ্রেফতারকৃত নেতাকর্মীদের পরিবারের জন্য প্রেরণ করা হবে বলে রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৮ অক্টোবর থেকে বিএনপির চলমান আন্দোলনে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের গ্রেফতার হওয়া প্রায় ৫০০ নেতাকর্মীর প্রিজনারস ক্যান্টিনে (পিসি) নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল।
গত দুই দিন যাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন কাজী মিজানুর রহমান, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকা, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম, মাছুম বিল্লাহ, মেহেদী হাসান বাপ্পি, রেজা গাজী, রুবায়েত হোসেন রুদ্র, জুম্মান শাহেদ, আলামিন, মেহেদী, আব্দুল হাই রুমি, হাসিবুর রহমান উজ্জ্বল, মোঃ রবিউল ইসলাম, মোঃ আলিমুল ওরফে আলিমুল মোড়ল, শেখ খুরশিদ আলম লেলিন, মোঃ শাহেদ হাসান মোড়ল, মোঃ জাহেদ মোড়ল, মোঃ ইসরাফিল শেখ, মোঃ জাহিদুল ইসলাম, শেখ কামরুল সরদার, খালিশপুর থানার হানিফ, নাসিম খান, দিপু, বাবুল, আনছার, রমজান এবং দৌলতপুর ও আড়ংঘাটা থানার মাজেদ হাওলাদার, শহিদুল ইসলাম লুলু, শেখ নাজিম, জাকির হোসেন, শ্রমিকদল নেতা কামাল, জাকির আঃ মাজিদ সহ ৩৩জন।
খুলনা গেজেট/এইচ