বাগেরহাটের মোরেলগঞ্জে চালের কিটনাশক ট্যাবলেট খেয়ে মেহেদী হাসান শেখ (১৬) শ্রমিক যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে (২৬ অক্টোবর শনিবার) ভোর রাত ৫টার দিকে হরিণধারা গ্রামে।
পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার মোরেলগঞ্জ সদর ইউনিয়নের হরিণধারা গ্রামের মৃত. মো. দুলাল শেখের ছেলে মেহেদী হাসান শেখ দোকান থেকে কাজ শেষ করে রাত ৯টার দিকে নিজ বাড়িতে ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।
পরবর্তীতে মেহেদী ঘুম থেকে জেগে গভীর রাতের কোন এক সময়ে ঘরে থাকা চালের পোকা দমনের কীটনাশক ট্যাবলেট পান করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে শনিবার ভোর রাত ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কতাব্যরত চিকিৎসক ডা. আহাদ নাজমুল হাসান ওই যুবককে মৃত ঘোষণা করেন। নিহত মেহেদী হাসান কি কারণে এ কীটনাশক পান করে মৃত্যু হয়েছে সে বিষয়ে কোন ধারনা দিতে পারেনি পরিবার। সে ওই গ্রামের দুলাল শেখের দুই পুত্রের মধ্যে ছোট ছেলে। তার মা বাবা দুইজনই বেঁচে নেই। মেহেদী নব্বইরশী বাসষ্ট্রান্ডে একটি মুদি দোকানে শ্রমিক হিসেবে দীর্ঘদিন কাজ করত। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি (তদন্ত) মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, মেহেদী হাসান নামের যুবকের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রবিবার বাগেরহাট মর্গে প্রেরণ করা হবে।
খুলনা গেজেট/কেডি