ডিপিএলে এবার বড় সাজা পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়। তাকে ডিপিএলে চার ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এর আগে আচরণবিধি ভঙ্গ করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। সঙ্গে অর্থ দ্বন্দ্ব দেওয়া হয়েছিল তাকে। এর মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করেছেন তিনি। অন্য ম্যাচের নিষেধাজ্ঞা এক বছর স্থগিত করা হয়েছে। এর মধ্যেই নতুন করে আচরণবিধি ভেঙে বড় সাজা পেলেন জাতীয় দলের এই ক্রিকেটার।
শনিবার ডিপিএলের সুপার লিগে গাজী গ্রুপের বিপক্ষে ৩৭ রানে ক্যাচ আউট হন। তারপরও ক্রিজ না ছেড়ে দাড়িয়ে থাকেন তিনি। যা আইসিসি ও বিসিবির আচরণবিধির পরিপন্থী। এই ঘটনায় হৃদয়ের বিরুদ্ধে মাঠে থাকা আম্পায়ার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনেন। কিন্তু হৃদয় এই অভিযোগ মেনে নিতে অস্বীকার করেন এবং শুনানিতে অংশ নেওয়ার কথা জানান। কিন্তু নির্ধারিত সময়ে শুনানিতে হাজির হননি তিনি।
এই ঘটনায় ম্যাচ রেফারি আক্তার আহমেদ বিসিবির আচরণবিধির ৫.২.৬ ধারা ভঙ্গের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও একটি ডি মেরিট পয়েন্ট দেন।
হৃদয় এর আগে ডিপিএলে আচরণবিধি ভঙ্গ করে সাতটি ডি মেরিট পেয়েছেন। সর্বশেষ ডি মেরিট পয়েন্ট দিয়ে এক বছরের মধ্যে আটটি ডি মেরিট পেলেন তিনি। যার কারণে তাকে এখন চার ম্যাচ নিষিদ্ধ থাকতে হবে।
খুলনা গেজেট/এএজে