খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪
  যাত্রাবাড়িতে ব্যাটারিচালিত অটো রিকশাচালকদের সড়ক অবরোধ, সংঘর্ষে দুই পুলিশ আহত

চার জেলায় সড়কে ঝরলো ১১ তাজা প্রাণ

গে‌জেট ডেস্ক

চার জেলায় আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। গাজীপুর, টাঙ্গাইল, কুমিল্লা ও বগুড়ায় এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লায় আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেকিনগর গ্রামে বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন—বেকিনগরের আব্দুল হকের ছেলে রাসেল (৩০) ও শরিফুল ইসলাম (৩০) এবং শাহজালালের ছেলে তাশফি আহমেদ (১৮)।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, সকাল ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কে আজ ভোররাতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

চেওরাইট ইলুর মোড়ে কিশোরগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাকে বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়।

আহতদের মধ্যে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

অন্যদিকে, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নাল্লা বাজারে গতকাল শুক্রবার রাতে বাসের ধাক্কায় দুই ভাইবোনসহ চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন—জামালপুর জেলার সদর উপজেলার রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২২) ও মৃদুল (১৫), বজলু মিয়ার ছেলে হাসান (১৯) ও ভ্যানচালক বাবুল কর্মকার (৫০)।

ধনবাড়ী থানার সহকারী উপপরিদর্শক আশিকুজ্জামান জানান, বেলা পৌনে ১২টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী বাসটি একটি ভ্যানে ধাক্কা দিলে ভ্যানচালক ও যাত্রী সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। অপর দুজন আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের একজনকে মৃত ঘোষণা করেন। শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় অন্যজনের মৃত্যু হয়।

বগুড়ায় শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে দ্রুতগামী বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত সাকিব হাসান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বগুড়ার (আইআইটিবি) ছাত্র এবং রফিকুল ইসলামের ছেলে।

শাহজাহানপুর উপজেলার নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি সাকিবের বাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এ কে এম বানিউল আলম বলেন, ‘নিহত সাকিব মোটরসাইকেলটির আরোহী ছিলেন। আর তার বন্ধু সানি আহমেদ পিলিয়ন এটি চালাচ্ছিলেন। ধাক্কায় দুজনেই বাইক থেকে পড়ে যান। কিন্তু, সাকিব ওঠার আগেই তাকে যাত্রীবাহী বাস চাপা দেয়।’

বানিউল আলম আরও বলেন, ‘আমরা বাসটি জব্দ করেছি এবং মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!