খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

চার ক্রিকেটারকে নিয়ে ফেসবুক লাইভে আসছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

সম্প্রতি ফেসবুক লাইভে একের পর এক মজার সেশন করেছেন তামিম ইকবাল। তার এসব লাইভে অতিথি হিসেবে ছিলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন সহ অনেক তারকা ক্রিকেটার। তবে, তামিমের লাইভে দেখা যায়নি সাকিব আল হাসানকে।
তবে, এবার ইমরুল কায়েস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের সঙ্গে ফেসবুক লাইভে আসছেন সাকিব আল হাসান। ২৭ জুলাই (সোমবার) বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই লাইভ। সাকিবের রেস্টুরেন্ট সাকিব’স সেভেন্টি ফাইভ এর ফেসবুক পেইজে এমন তথ্য জানানো হয়েছে।
স্ত্রী-কন্যসহ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখান থেকেই যোগ দেবেন লাইভে। এর আগে তামিম ইকবালের লাইভে যোগ না দিলেও, বেশকিছু গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে নিষেধাজ্ঞায় থাকা এই অলরাউন্ডার সম্প্রতি জানিয়েছেন, আগস্টে ইংল্যান্ডে অনুশীলন শুরু করবেন তিনি।

খুলনা গেজেট/এমএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!