কোরবানির পশুর চামড়ার মূল্য বৃদ্ধির ও কওমি মাদ্রাসাগুলো খুলে দেবার দাবিতে মানবন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখা। বুধবার (২২ জুলাই) দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের নগর সভাপতি মুফতি গোলামুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, কোরবানির পশুর চামড়া গরীব ও ইয়াতিমদের হক। কিন্তু চামড়ার দাম কমিয়ে মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বক্তৃতা করেন আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, মুফতী মুমতাজুল করিম, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির আশরাফ, মুফতী মাশহুদুর রহমান, মুফতি ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মাওলানা আবুল হাসান, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আবু সালেহ, মাওলানা আব্দুল কাদের, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জুনাইদ মাহমুদ, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আলহাজ্ব মোঃ আবু তাহের, মুফতী আব্দুল্লাহ, মাওলানা আবু জাফর, মাওলানা আসাদুজ্জামান, হাফেজ সালাহ উদ্দিন, মাওলানা ইকবাল, মোঃ ফেরদাউস গাজী সুমন, হাফেজ মোঃ হাসান, মোঃ নাসিব ইসলাম ও সামছুর রহমান বাবুল প্রমূখ।
খুলনা গেজেট/এআইএন