চাকরির প্রলোভন দেখিয়ে কুয়াকাটার আবাসিক হোটেলে আটকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণী জানান, তার বাড়ি খুলনায়। সাগর নামের এক ব্যক্তি চাকরির কথা বলে তাকে ওই হোটেলে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ হোটেল মালিক নুর আলম খানকে (৩৬) গ্রেপ্তার করেছে।
সূত্র জানায়, শনিবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার এবং হোটেল মালিককে গ্রেপ্তার করে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে।
জানা গেছে, ওই তরুণীকে বৃহস্পতিবার বিকালে রেডিয়েশান হোটেলে নেওয়া হয়। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। বলা হয়- এটাই তার চাকরি।
ট্যুরিস্ট পুলিশ গোপনে খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে। মহিপুর থানার এসআই আব্দুল হালিম এসব তথ্য নিশ্চিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
খুলনা গেজেট/ এস আই