খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। চাকুরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে এবং মেধাকে ভাল কাজে লাগাতে হবে। এজন্য সরকার আপনাদের সহযোগিতা করবে। নিজে নতুন নতুন আইডিয়া নিয়ে সামনে এগুতে হবে। তথ্যপ্রযুক্তি সুফল দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে সরকার কাজ করছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে স্টার্টআপ খুলনার আয়োজনে ‘রোড টু স্টার্টআপ এন্টারপ্রেনিওরশিপ এন্ড ইনোভেশন’ বিষয়ে বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফায়েকউজ্জামান, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক এবং স্টার্টআপের টীম লিডার আর এইচএম আলাউল কবির।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপাতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা স্টার্টআপ’র নির্বাহী পরিচালক মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করে মোঃ আছাদুজ্জামান মিথুন। দিনব্যাপী এই কর্মশালায় খুলনার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদোক্তারা অংশ নেন।
খুলনা গেজেট/এআইএন