খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

পাকিস্তানে চাঁদ দেখায় বিভ্রান্তি, রোজা কাজা করার আহ্বান

গে‌জেট ডেস্ক

সরকারের ঘোষণা অনুযায়ী পাকিস্তানে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। দেশটির আকাশে গতকাল বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়া নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি।

পাকিস্তানে শাওয়াল মাসের চাঁদ না দেখেই চাঁদ দেখা কমিটি ঈদ পালনের ঘোষণা দিয়েছে বলে দাবি করেছেন দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির সাবেক চেয়ারম্যান মুফতি মুনিবুর রহমান। একই সঙ্গে দেশটির মুসলমানদের একটি রোজা ও একদিনের ইতেকাফ কাজা করার আহ্বান জানিয়েছেন মুফতি মুনিবুর।

আজ বৃহস্পতিবার পাকিস্তানে গণমাধ্যম সামা টিভি ও এক্সপ্রেস নিউজ উর্দুর খবরে এ তথ্য জানানো হয়।

এদিকে পাকিস্তান জমিয়তে উলেমার করাচি শাখার প্রেসিডেন্ট মুফতি মোহাম্মদ গাউস দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির সাবেক চেয়ারম্যান মুফতি মুনিবুর রহমানের বক্তব্যের সমর্থন জানিয়েছেন।

মুফতি মোহাম্মদ গাউস বলেন, বৃহস্পতিবার ঈদুল ফিতর ঘোষণা দেওয়ার পেছনে বিশ্বাসযোগ্য কোনো প্রত্যক্ষদর্শী এবং বৈজ্ঞানিক প্রমাণ উল্লেখ করা হয়নি। রাত ১১টা ৩০ মিনিটে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়, যেটি জনগণ ও আলেম-ওলামা সমাজ গ্রহণ করেননি।’

এর আগে বুধবার রাত ১১টা ৩০ মিনিটে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেয় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি। এর আগে পর্যন্ত সবাইকে অপেক্ষায় রাখা হয়।

এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ আগেই জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশে বুধবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সন্ধ্যার পর সাক্কুর, লাহোর, করাচি ও কোয়েটার আঞ্চলিক কমিটিগুলো ঘোষণা করে দেয় যে তাদের এলাকায় চাঁদ দেখা যায়নি।

সবাই যখন শুক্রবারে ঈদ করার প্রস্তুতি সম্পন্ন করছে, তখনই পেশোয়ারে চাঁদ দেখার খবর পাওয়া যায়। তবে এমন সিদ্ধান্তে পাকিস্তানের অনেক আলেম অসন্তোষের কথা জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!