চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মেয়রের চেয়ারে বসে দায়িত্ব গ্রহণ করেন।
৫ আগস্ট পূর্ণ মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন নির্বাচিত চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এর আগে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের পদ শূন্য ঘোষণা করে।
নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তিন মাস পূর্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে নির্বাচন না হওয়ায় সরকারি নগর আওয়ামী লীগের সহ-সভাপতি, ত্যাগী আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে।
এদিকে, দায়িত্ব গ্রহণ করেই নব-নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।