খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

চলন্ত মেট্রোরেলে অশ্লীল কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিতর্ক যেন পিছু ছাড়ছে না দিল্লি মেট্রোর। একের পর এক বিতর্কিত ঘটনার পর এবার প্রকাশ্যে হস্তমৈথুনের ঘটনা ঘটল দিল্লির চলন্ত মেট্রোরেলে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে এমনই ছবি। যার জেরে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। খবর এনডিটিভি

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুবক মেট্রোর সিটে বসেই হস্তমৈথুন করছেন। তার পাশে থাকা যাত্রীরা এই আচরণের জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন। কিন্তু সেদিকে কার্যত কোনো ভ্রূক্ষেপ নেই ওই যুবকের। এমনকি তার ভিডিও করা হচ্ছে সেটাও বুঝতে পারেননি ওই যুবক। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

যা দেখার পর রীতিমতো হইচই শুরু হয়ে যায়। এমনকি ভিডিওটি দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের নজরেও আসে। ঘটনার প্রতিক্রিয়ার টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন স্বাতী।

তিনি বলেন, ঘটনাটি খুবই বিরক্তিকর এবং লজ্জাজনক। এ প্রসঙ্গে দিল্লি পুলিশকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে মেট্রো কর্তৃপক্ষ যেন ওই যুবককে অবিলম্বে শনাক্ত করে, সে কথাও টুইটে বলেছেন তিনি।

যদিও দিল্লি মেট্রোকে ঘিরে এমন বিতর্ক নতুন নয়। কিছুদিন আগেই স্রেফ অন্তর্বাস পরে দিল্লি মেট্রোয় সফর করেছিলেন এক তরুণী। তার পোশাক দেখে চমকেই গিয়েছিলেন অন্যান্য যাত্রীরা। এমনকি ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে, রীতিমতো সমালোচনা শুরু হয়।

পরে এক বিবৃতিতে যাত্রীদের সামাজিক রীতিনীতি মেনে চলার অনুরোধ করে দিল্লি মেট্রো কর্তৃপক্ষও। এর আগে দিল্লি মেট্রোয় প্রকাশ্যে চুম্বন করতে দেখা গিয়েছিল এক যুগলকে। সেই ঘটনা নিয়েও কম জলঘোলা হয়নি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!