চলন্ত বাইকে তরুণ-তরুণীর রোমান্সের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। মোটরবাইকটির পেছনে থাকা একটি গাড়ি থেকে ভিডিওটি ধারণ করা হয়। ঘটনাটি ভারতের গাজিয়াবাদের। খবর এনডিটিভির।
ভিডিওতে দেখা গেছে, রাস্তা দিয়ে উচ্চগতিতে মোটরবাইকটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। তার সঙ্গে সামনে কোলের ওপর বসে ছিল তরুণী। এ সময় তরুণকে শক্ত করে জড়িয়ে ধরে সে।
ভিডিওটি পোস্ট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। ঘটনাটি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়। ওই তরুণ-তরুণী রাস্তার নিরাপত্তা নিয়ম ভাঙার পাশাপাশি হেলমেটও ব্যবহার করেনি।
টুইটারের অন্যান্য ব্যবহারকারীরা ভিডিওটি উত্তরপ্রদেশের পুলিশ ও গাজিয়াবাদ ট্রাফিক পুলিশ বিভাগকে ট্যাগ করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
#गाजियाबाद में आशिक मिजाज बाइक सवार की वीडियो हुई वायरल इंदिरापुरम के NH 9 का बताया जा रहा है ।
वो कहते है ना –
"हम तो मरेंगे सनम तुम्हे साथ लेके मरेंगे "
पर
नियम कानून ताक पर रख के ही सफर करेंगे ।@Gzbtrafficpol @uptrafficpolice @sacchayugnews pic.twitter.com/xPmSgzbfmO— Akash Kumar (@Akashkchoudhary) June 20, 2023
একজন ব্যবহারকারী লিখেছেন, এটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। এখানে কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা করা হয় না। তরুণীর বাইকে বসার ধরন নিয়ে বিষ্ময়ও প্রকাশ করেন তিনি।
এদিকে গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার ভিডিওটির তদন্তের ব্যাপারে কথা বলেছেন। ভিডিওটি যাচাই-বাছাইয়ের সময় এক ইন্সপেক্টরকে ব্যবস্থা নিতে বলা হয়।
সেখানের পুলিশ বিভাগ জানিয়েছে, এরই মধ্যে ওই তরুণ-তরুণীকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। টুইটারে ভাইরাল হওয়া ভিডিওটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এমএম