খুলনা, বাংলাদেশ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ

চলন্ত ট্রাকের ওপর ভেঙে পড়লো বেনাপোল সড়কের গাছ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-বেনাপোল সড়কের নাভারন বাজারে কৃষ্ণচূড়া গাছ চলন্ত ট্রাকের উপর ভেঙে পড়েছে। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রাণে বেচেঁ যায় চালক ও হেলপার। এ সময় সড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে নাভারন -বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের সামনের একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল হঠাৎ করেই ভেঙে চলন্ত ট্রাকের ( যশোর ট ১১ -৬০৪২) উপর পড়ে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে চুরমার হয়ে যায়।এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ এবং বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথভাবে ট্রাকের উপর থেকে গাছটি করাত দিয়ে কেটে সরিয়ে ফেলার পর পুনরায় যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান বলেন, ট্রাকের উপর ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছের ডাল সরিয়ে ফেলা হয়েছে । তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসেন বলেন, মহাসড়কের পাশে আমরা এইরকম পুরাতন গাছ চাই না। এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। আমাদের দাবি বেনাপোল মহাসড়কের পাশের শতবর্ষী গাছগুলো অবিলম্বে কেটে সরিয়ে ফেলা হোক। নতুবা এ জাতীয় দুর্ঘটনা ঘটতে থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!