প্রতিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হলেই শুরু হয় নানা বিতর্ক। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত ১৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়।
এবার আজীবন সম্মাননা প্রদান করা হবে দুজনকে। তারা হলেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।
যৌথভাবে এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’। শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন গাজী রাকায়েত। শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম আহমেদ। শ্রেষ্ঠ অভিনেত্রী দীপান্বিতা মার্টিন। শ্রেষ্ঠ খল অভিনেতা মিশা সওদাগর। শ্রেষ্ঠ শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি।
এ ছাড়া শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছেন ইমরান। শ্রেষ্ঠ গায়িকা যৌথভাবে কনা ও কোনাল। শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল। শ্রেষ্ঠ সুরকার ইমরান। শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান।
নাম ঘোষণার পর দুটি পুরস্কার নিয়ে চলছে বিতর্ক। জানা গেছে, ‘তুই কি আমার হবি রে’ গানের একটি লাইন হুবহু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার সঙ্গে মিলে যায়। আবার বেলাল খান যে গানটির জন্য পুরস্কৃত হচ্ছেন, সেই গানের সংগীত পরিচালনা করেছেন বলে দাবি তুলেছেন এম এ রহমান নামের আরেক সংগীত পরিচালক। এ নিয়ে তিনি তথ্য মন্ত্রণালয়ে আইনি নোটিশও পাঠিয়েছেন।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘জুরি বোর্ড জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয় না। তারা শুধু সুপারিশ করে। সেই সুপারিশ সবসময় চূড়ান্ত বলে বিবেচিত না-ও হতে পারে। সে ক্ষেত্রে আমাদের বলার কিছু থাকে না।’
তিনি আরও বলেন, ‘কোনো নকল গান পুরস্কার পাওয়ার যোগ্য নয়। আমরা এ ব্যাপারে সতর্ক থাকি। এখানে যারা থাকেন, তারা তো একেবারে গণ্ডমূর্খ থাকেন না। কিন্তু জুরি বোর্ডের সুপারিশ যদি পরিবর্তন হয়ে যায়, সেখানে তো আসলে বোর্ডের করার কিছু নেই। সুতরাং বিতর্কের দায় জুরি বোর্ডের ওপর বর্তায় না।’
খুলনা গেজেট/এএ