খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চরফ্যাসনে রশিদ হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন, খালাস ৪

গেজেট ডেস্ক

ভোলার চরফ্যাসনে চাঞ্চল্যকর আবদুর রশিদ হত্যা মামলায় ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে চরফ্যাসনের অতিরিক্ত দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিররণে জানা গেছে, উপজেলার ওসমানগঞ্জের ব্যবসায়ী আবদুর রশিদ মিয়াকে ২০১৩ সালের ৩০ মে রাতে নিজবাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ওই বছরের অক্টোবরে নিহতের ভাই মো. হানিফ বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে চরফ্যাসন থানায় হত্যা মামলা করেন।

রায়ে যাব্বজীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাশার, নুর মোহাম্মদ, নোমান, সাহাবুদ্দিন, কাঞ্চন পাটোয়ারী, ছাদেক মাঝি, সিরাজ হাওলাদার, আবদুল হক, সামছু হাওলাদার, বাদশা, আবদুল জলিল, কাঞ্চন মিস্ত্রী, আলাউদ্দিন ও ফজলে করিম মুন্সি।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- ইউনুছ, এছাহাক , ইমান আলী ও আবু বকর ছিদ্দিক। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আবুল বাসার, নোমান, শাহাবুদ্দিন, ছাদেক মাঝি, আবদুল জলিলসহ চারজন পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সরমান জানান, চরফ্যাসনের চাঞ্চল্যকর আবদুর রশিদ হত্যা মামলায় ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে সন্তোষজনক রায় দিয়েছেন আদালত।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!