মিরপুর টেস্টে স্বাগতিকদের বিপক্ষে লেটার মার্ক তুলেছে দক্ষিণ আফ্রিকা। স্পিন বান্ধব উইকেটেও পেস বোলাররা দেখিয়েছে নিজেদের সামর্থ্য। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নামতে যাচ্ছে প্রোটিয়ারা।
চট্টগ্রাম টেস্টের আগে আলোচনায় সাগরিকার উইকেট। ম্যাচের আগের দিন আজ সোমবার সংবাদ সম্মেলনে আসেন এইডেন মার্করাম। সেখানেই জানালেন চট্টগ্রামের উইকেট নিয়ে বিশেষ পরিকল্পনা তার দলের।
মার্করাম বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই নিজ নিজ পরিকল্পনা থাকে, আমার বিশ্বাস ছেলেরা এটা জানে। বাংলাদেশের বোলারদের চাপে কিভাবে ফেলতে হবে সেটা নিয়ে ছেলেরা কাজ করছে।’
‘সে জন্য তাদেরকে নিজেদের শক্তির জায়গা থেকে খেলতে হবে। উইকেট কেমন আচরণ করে বা করছে সেটার ওপরে অনেকখানি নির্ভর করবে যে আমরা কিভাবে খেলব। আমাদের উপরের সারির যে ৬জন ব্যাটার আছে তারা সবাই রান করার জন্য ক্ষুধার্ত।’
শেষ টেস্টে নিজেদের লক্ষ্য নিয়ে মার্করাম বলেন, ‘আমার মনে হয় না এটা চাপের কিছু, উল্টো আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আমাদের হাতে আরও ৫টি ম্যাচ আছে, সেগুলোতে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। ফাইনাল খেলি বা না খেলি এটা পরের হিসেব।’
‘তবে আমাদেরকে লড়তে হবে, বাকিটা ভাগ্যের ওপর। ৫টা টেস্ট কিন্তু কম নয়, অনেক চ্যালেঞ্জের খেলা, আমাদের সেশন বাই সেশন ভাবতে হবে। আমরা এই সুযোগটা লুফে নিতে আগ্রহী, নিজেদের এই সুযোগটা আমরা দিতে চাই।’
খুলনা গেজেট/এএজে