চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হওয়ার দৌড়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম। শেষ খবর পাওয়া পর্যন্ত অধিকাংশ কেন্দ্রের ফলাফলে তিনি প্রায় তিন লাখ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
বুধবার (২৭ জানুয়ারি) রাত সোয়া একটা পর্যন্ত ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৬৮০টির ফলাফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকে রেজাউল করিম পেয়েছেন তিন লাখ ৩৮ হাজার ৯৫ ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৪৯ হাজার ১৯৯ ভোট।
এর আগে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিচ্ছিন্ন সহিংসতার ঘটনার মধ্য দিয়ে একটানা ভোটগ্রহণ চলে। সব কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়। রাতের মধ্যেই সব কেন্দ্রের ফলাফল চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম সিটি নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার নয় লাখ ৪৬ হাজার ৬৭৩জন এবং নারী ভোটার নয় লাখ ৯২ হাজার ৩৩ জন। এবারের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে লড়ছেন ২৩২ জন প্রার্থী।
এর আগে ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলমকে এক লাখ ২৭ হাজার ৩২৭ ভোটে পরাজিত করে জয়লাভ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দীন।
খুলনা গেজেট / এআর