ভোটের সকালে চট্টগ্রামে নগরীর চান্দগাঁও এলাকায় পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ হয়েছে। রোববার সকাল ৮টায় ভোট শুরুর পর সোয়া ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত বলেন, “শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে কিছু লোক রাস্তায় আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। তারা থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ করছে।”
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে ৪৮ ঘণ্টার হরতাল করছে বিএনপি। নির্বাচন বর্জন করা দলটি ভোটারদের কেন্দ্রে না যাওয়ারও আহ্বান জানিয়ে আসছে।
সংঘর্ষের বিষয়ে কথা বলতে নগর বিএনপির দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলীকে ফোন করা হলেও তিনি ধরেননি।
এদিকে, চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলীর কলেজ কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের ডিসি নর্থ উপ-পুলিশ কমিশনার মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । গুলিবিদ্ধ দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়া হয়েছে।
ডিসি নর্থ উপ পুলিশ কমিশনার মোখলেসুর রহমান বলেন, সকাল থেকে বেশ ভালোভাবেই ভোট গ্রহণ চলছিল। একটা পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রার্থীর দু’পক্ষের লোকজন জড়ো হয়। এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সেখানে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দু’জন কোন পক্ষের তা পরে বলা যাবে।
খুলনা গেজেট/ টিএ
খুলনা গেজেট/এনএম