চট্টগ্রামে আকবর শাহ এলাকায় পাহাড় ধসে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও পাঁচ থেকে ছয়জন নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বেলতলি এলাকায় পাহাড় কাটার সময় ধসের এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, ‘আমরা কাজ করছি। ২ জনকে উদ্ধার করা হয়েছে ৩ জন হাসপাতালে মারা গেছে বলে জানতে পেরেছি।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর জানান, পাহাড় কেটে রাস্তা করার সময় শ্রমিকদের ওপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে দুর্ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ি সূত্রে পাহাড় ধসের স্থান থেকে খোকা (৪৫) নামের এক শ্রমিকের পরিচয় জানা গেছে। আরও অনেকে চাপা পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
খুলনা গেজেট/এমএম