চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া।
তিনি বলেন, ‘ইস্টার্ন রিফাইনারির পাইপলাইনের ফুয়েলিং থেকে আগুন লেগেছে বলে জানতে পেরেছি। আমাদের চারটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন আগুনের প্রকোপ কিছুটা কমে এসেছে।’
ইস্টার্ন রিফাইনারির উপমহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, ‘আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না। রিফাইনারিতে যেখান থেকে প্রোডাক্ট ডেলিভারি হয়, এর পাশে আমাদের একটা ওয়েলি ওয়াটার বিট ছিল। ওই বিটেই আগুনটা লেগেছে। ১১টার কাছাকাছি সময়ে আগুনটা লেগেছিল। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুর দিক থেকেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।
‘পরে আমরা এক্সটার্নাল ফায়ার কল করেছি, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন আসছে। সম্মিলিত চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে আছে। পরবর্তী বিষয়গুলো পর্যবেক্ষণে আমাদের লোকজন কাজ করছে।’