চট্টগ্রামের রাউজান উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ১ টার সময় উপজেলার নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে অপর একজন গুলিবিদ্ধ হন।
নিহত ওই ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি শুঁটকির ব্যবসার করতেন। জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।
নিহতের স্বজনরা জানান, চাঁদা না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার ব্যবসায়িক কাজ শেষে জাহাঙ্গীর মিয়ানমার থেকে ফেরেন। শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার সঙ্গে থাকা অপরজনও গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএজে