খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

ঘোষিত তফসিলে নির্বাচনে যাবে না বিএনপি : কায়সার কামাল

গেজেট ডেস্ক

নির্বাচন কমিশন এখন শেখ হাসিনা ওয়াজেদের। ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে তারা কাজ করছেন। সত্যি নির্বাচন কমিশন হলে তাদের কাছে সুযোগ ছিলো সুষ্ঠু নির্বাচন করা। তাদের ঘোষিত তফসিল দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। তাদের ঘোষিত তফসিলে নির্বাচনে যাবে না বিএনপি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি আরও বলেন, বিএনপি রাজনীতি করে দেশের জনগণকে নিয়ে। যেহেতু দেশের জনগণ এই তফসিল প্রত্যাখ্যান করেছে সেহেতু, বিএনপি এবং সমমনা দলগুলোও এটি প্রত্যাখ্যান করেছে।

বিএনপির আইন সম্পাদক বলেন, তফসিল বাতিলের দাবিতে অতি শীগগিরই আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অংশগ্রহণ মূলক নির্বাচন যেন হয় সে কর্মসূচীও ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, এখন যে অবস্থা যাচ্ছে, বাংলাদেশ উত্তর কোরিয়ার দিকে হাঁটছে। এ অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্যে, ভোটাধিকার প্রয়োগ করার জয়ে আমরা কাজ করছি। এর জন্যে বাঁধা আসছে, আরও বাধাবিপত্তি আসবে। কিন্তু সবসময় মানুষের জয় হয়েছে, মানবতার জয় হয়েছে।

কায়সার কামাল বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন যে সুষ্ঠু হয়ে না তার উদাহরণ ২০১৪ এবং ২০১৮তে আছে। এই নির্বাচন কমিশনও একটি অবৈধ সরকারের ফসল। এ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে নির্বাচনে যাবেনা বিএনপি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!