বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপ ঘূর্ণিঝড় ‘হামুন’ এর কারণে ঝড়ো বাতাসে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে পুরো কক্সবাজার শহর।
এদিকে ঘূর্ণিঝড় ‘হামুন’ এর কারণে কক্সবাজারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সর্তকর্তা জারি করে মাইকিং করা হচ্ছে। এছাড়া উপকূলের বাসিন্দাদের নিরাপদস্থানে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
বিদ্যুৎ না থাকায় বিঘ্ন হচ্ছে টেলিযোগাযোগসেবাও। অধিকাংশ এলাকায় বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। এছাড়া সন্ধ্যা থেকে দেখা দেয় মোবাইল নেটওয়ার্ক জটিলতা। তবে কবে নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পল্লী বিদ্যুৎ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’। অতি প্রবল ঘূর্ণিঝড় হামুনের মূল অংশ আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা নাগাদ উপকূল অতিক্রম শুরু করতে পারে।
খুলনা গেজেট/ টিএ