সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী দুই হাজার ১৯০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দাতা সংস্থা খ্রীষ্টান ব্লাইন্ড মিশন, জার্মানির সহযোগিতায় প্রতিবন্ধী পূর্ণবাসন ও গবেষনা সংস্থা (ডি আর আর এ) বুধবার দুপুরে এই আর্থিক সহযোগিতা প্রদান করে।
প্রতিবন্ধী পূর্ণবাসন ও গবেষণা সংস্থা’র ডেপুটি ম্যানেজার জিএম আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সংস্থাটির এডমিন অফিসার জিএম বাবলুর রহমান, প্রকল্প সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) অসিত দেবনাথ প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সহায় সম্বলহীন দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে এক উজ¦ল মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বেসরকারী উন্নয়ন সংগঠন প্রতিবন্ধী পূর্ণবাসন ও গবেষনা সংস্থা (ডি আর আর এ)। তারা উপকূলীয় এলাকার অসহায় মানুষের জন্য এধরনের সহযোগিতা অব্যহত রাখার অহবান জানান।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রতিটি প্রতিবন্ধী পরিবারের মাঝে ৫ হাজার ৫’শ টাকা ও অপ্রতিবন্ধী প্রতিটি পরিবারের মাঝে ৪ হাজার ৫’শ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
খুলনা গেজেট/এনএম