খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

স্থগিত ১৮ উপজেলায় ভোট আজ

গেজেট ডেস্ক

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত ১৮ উপজেলায় আজ রোববার ভোট। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটের মধ্য দিয়ে শেষ হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। তবে আবারও স্থগিত করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন। তৃতীয় ধাপে গত ২৯ মে এসব উপজেলায় ভোট হওয়ার কথা ছিল।

ষষ্ঠ উপজেলা নির্বাচনে চার ধাপে বড় কোনো সহিংসতা না হলেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম। প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ৩৬ দশমিক ১৮ শতাংশ, দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ৩৭ দশমিক ৫৭, তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট পড়ে ৩৬ দশমিক ২৪ শতাংশ। আর চতুর্থ ধাপে গত ৫ জুন ভোটের হার সবচেয়ে কম ৩৪ দশমিক ৭৭ শতাংশ।

এমন পরিস্থিতিতে আজ বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালীর সদর উপজেলা, মির্জাগঞ্জ, দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমুদ্দিন, লালমোহন; ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলায় ভোটের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তবে এসব উপজেলায়ও ভোটার খরার শঙ্কা রয়ে গেছে। ১৮ উপজেলায় চেয়ারম্যান ১১৭ জন, ভাইস চেয়ারম্যান ১২৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৭ জনসহ ৩২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের আউরা জয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবার সকালে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর অনুসারীদের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।

ফের স্থগিত বাঘাইছড়ির ভোট

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিকে দায়ী করা হয়। তবে স্থগিতের প্রতিবাদে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন স্থানীয়রা। এ সময় জোসি চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন মোস্তফা কামাল, মো. সবুজ, আসেন্টু চাকমা প্রমুখ।

তারা বলেন, একটি ক্ষুদ্র ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ অবরোধের কারণে নির্বাচন স্থগিত করা প্রশাসনের ব্যর্থতা। উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি দিয়েছিল ইউপিডিএফ। নির্বাচন স্থগিতের পর তারাও কর্মসূচি স্থগিত করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!