নির্বাচনে অনৈতিক সুবিধা দিতে প্রার্থীর লোকজনের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ায় এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) রাতে ঘুষের ২৫ হাজার টাকাসহ জামালপুর-২ আসনে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরত এ খুদা জনতার হাতে আটক হন। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জামালপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক নির্বাচন কর্মকর্তা উপজেলার শশারিয়াবাড়ী খানপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক। তাকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রে অবস্থানকালে ঘুষের ২৫ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে তাকে আটক করে পুলিশ।
এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য কোনো প্রার্থীর লোকজনের কাছ থেকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা চৌধুরী কুদরত এ খোদা ২৫ হাজার টাকা নেন। রাতে স্থানীয় জনগণ তাকে ওই টাকাসহ হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। তার কাছ থেকে ঘুষের ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ফলে তার সহকারী প্রিসাইডি কর্মকর্তা পদের নিয়োগ বাতিল করে সেখানে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার গণমাধ্যমে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে তাকে আটক করে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খুলনা গেজেট/ টিএ