তীব্র স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এদিকে, ঈদ উপলক্ষ্যে ঘাটগুলোতে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ।
পদ্মা ও যমুনার পানি বেড়ে তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাটুরিয়া ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। ১৫টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এদিকে, ঈদ উপলক্ষে দৌলতদিয়া ফেরিঘাটে অতিরিক্ত শতাধিক পুলিশ সদস্য কাজ করছে।
অন্যদিকে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে। তবে, তীব্র স্রোতের কারণে রাতে ফেরি চলাচল বন্ধ থাকছে। পদ্মার পানি বাড়ায় ১ ও ৪ নম্বর পন্টুন পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে। কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক যানবাহন। এতে চরম দুর্ভোগে পরেছে সাধারণ যাত্রী ও ট্রাক চালকরা।
খুলনা গেজেট / এমএম