খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

ঘাজনফারের তোপে ধসে গেছে বাংলাদেশ, বড় হার

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজ-তাসকিনের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ৩৫ রানে ৪ উইকেট থেকে ২৩৫ রান করেছে তারা। ২ বল থাকতে অলআউট হয়েছে। জবাব দিতে মিডল অর্ডারে আফগান স্পিনার আল্লাহ ঘাজনফারের তোপে ধসে গেছে বাংলাদেশ। ১৪৩ রানে অলআউট হয়ে হেরেছে ৯২ রানের বড় ব্যবধানে।

৩৩ ওভার শেষে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করেছে। ক্রিজে আছেন ১১ রান করা তাওহীদ হৃদয়। তার সঙ্গী মুস্তাফিজ। এর আগে মেহেদী মিরাজ ২৮ রান করে ফিরেছেন। মাহমুদউল্লাহ ২ ও মুশফিক ১ রান করেছেন। রিশাদ ১ রান করে ও তাসকিন শূন্য করে ফিরেছেন। এর আগে সৌম্য সরকার ৩৩ রানে ক্যাচ দিয়ে ফিরেছেন। তানজিদ করেন ৩ রান। অধিনায়ক শান্তত ৪৭ রান করে সাজঘরে ফেরেন।

এর আগে আফগানদের হয়ে অধিনায়ক হাসমত ৯২ বলে ৫২ রান করেন। সাবেক অধিনায়ক ও আফগান ক্রিকেটের প্রথম তারকা নবী খেলেন ৭৯ বলে ৮৪ রানের ঝকঝকে ইনিংস। তার ব্যাট থেকে তিনটি ছক্কা ও চারটি চারের শট আসে। এছাড়া নাঙ্গেয়ালিয়া করোটি ২৮ বলে ২৭ রান যোগ করেন।

অলআউট হওয়া আফগানদের ১০ উইকেটের ৯টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। মুস্তাফিজ ১০ ওভারে ৫৮ ও তাসকিন আহমেদ ১০ ওভারে ৫৩ রান দিয়ে চারটি করে উইকেট নিয়েছেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!