মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর নির্মাণাধীন এলাকায় আটক ভারতীয় নাগরিক উপেন্দ্র বিহারের (৪৫) ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ দিকে মুন্সিগঞ্জ আমলি আদালত-৬ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এই আদেশ দেন।
বুধবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে প্রেরণ করে লৌহজং থানা পুলিশ। এর আগে মঙ্গলবার পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার এসআই রাসেল জানান, কিছুদিন ধরে আটক উপেন্দ্র পদ্মা সেতু এলাকায় ঘোরাঘুরি করেছিল। তাকে বারবার ওই এলাকায় ঘোরাঘুরি করতে বারণ করলেও তিনি গত সোমবার পদ্মা সেতু এলাকায় প্রবেশের চেষ্টা করে।
তিনি আরও বলেন, এ সময় পদ্মা সেতুর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকা সেনাবাহিনী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদে তিনি তার নাম উপেন্দ্র বিহার, বাবার নাম বিন্দাশ্রী বিহার ও বিহার অঙ্গরাজ্যের বাসিন্দা বলে জানান।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, পদ্মা সেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা তাকে আটক করে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে অনধিকার প্রবেশ আইনে মামলা হয়েছে।
মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, তার ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।
খুলনা গেজেট/এনএম