গ্রাহকদের টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে ব্যাংক এশিয়া তালা শাখার কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. মহসীন আলী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন, তালা উপজেলার ব্যাংক এশিয়ার এজেন্ট ও উপজেলা ডিজিটাল পোস্ট সেন্টারের পরিচালক মো. আতাউর রহমান, তালা উপজেলা পোস্ট মাস্টার সুদীন কুমার বৈদ্য, ব্যাংক এশিয়া তালা শাখার কাস্টমার সার্ভিস অফিসার নাজমুল হোসেন ও এজেন্ট সহকারী টুটুল দেবনাথ।
দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে ২৯ লাখ ৯০ হাজার টাকা টাকা অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
খুলনা গেজেট/এ এইচ/এম এম