খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

গ্রানাডাকে হটিয়ে সেমিফাইনালে ম্যানইউ

ক্রীড়া প্রতিবেদন

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে গ্রানাডার মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফিরতি লেগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের মাঠেও একই ব্যবধানে জিতেছে তারা। দুই লেগ মিলিয়ে স্প্যানিশ ক্লাব গ্রানাডাকে ৪-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওলে গুনার শুলসারের শিষ্যরা।

ঘরের মাঠে ৬ মিনিটের মাথায়ই এগিয়ে যায় ম্যানইউ। এ সময় হেডে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এডিনসন কাভানি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটি ছিল তার ৫০তম গোল। ম্যাচের ৯০ মিনিটে গ্রানাডার জেসাস ভালেজো আত্মঘাতী গোল করে ম্যানইউকে ২-০ ব্যবধানের জয় উপহার দেন।

সেমিফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ইতালিয়ান ক্লাব এএস রোমাকে। তারা আয়াক্স আমস্টারডামের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!