বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানীর গোলাপবাগ মাঠের আশপাশ। সেখানে চলছে মঞ্চ তৈরির কাজ। তবে, এখনও মাইক লাগানো শুরু হয়নি।
আজ শুক্রবার রাতে সরজমিনে দেখা যায়, বিএনপির নেতাকর্মী গোলাপবাগ ছাড়িয়ে গেছে। ধলপুর, মানিকনগর ও সায়েদাবাদ পর্যন্ত বিস্তৃতি ঘটেছে তাদের।
এদিকে, মহানগর বিএনপির তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে মঞ্চ। রাত সাড়ে ৭টায় শুরু হয় মঞ্চ নির্মাণ। মাঠের পশ্চিম পাশে নির্মাণাধীন মঞ্চের কাজে ডেকারেটরের লোকজন ছাড়াও দলীয় কর্মীরা সহযোগিতা করছেন।
মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা জানান, রাত ১২টার পর থেকে মাইক লাগানোর কাজ শুরু হবে।
সমাবেশ প্রাঙ্গণে কোনো টয়লেটের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন মাঠে অবস্থানরত নেতাকর্মীরা। বিশেষ করে সমাবেশে বিপুলসংখ্যক নারী কর্মীকে দেখা গেছে।
দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন। যারা মাঠে ঢুকতে পারছেন না, তারা মূল সড়কেই অবস্থান নিচ্ছেন।
এর আগে গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার ২৬ শর্তে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমপি কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিসট্যান্ট (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. তানভীর সালেহীন ইমন সই করা এক লিখিত স্মারকে এ তথ্য জানানো হয়।
অনুপত্র অনুযায়ী, আগামীকাল শনিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমাবেশ করতে পারবে দলটি।